Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বুগইল হাওর
স্থান
লেঙ্গুড়া হাওরে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্স হতে গোয়াইন নদীর পাশ দিয়ে নৌকা দিয়ে যেতে হয়। অথবা গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্স হতে লেঙ্গুড়া গ্রামের পাস দিয়ে যাওয়া যায়।
বিস্তারিত

এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, যেমন: বোয়াল, শোল, টাকি, পুটি, সহ অন্যান্য মাছ। এখানে দেখার মত আছে বিভিন্ন ধরনের পাখি, যাহা প্রতি বছর বর্ষা কালে ও শীতের মৌছুমে আছে এবং মৌসুম শেষে চলে যায়। এখানে ইউনিয়ন পরিষদ চেয়রম্যান ও ইউনিয়নের সদস্যবৃন্দ দ্বারা এবং এলাকার সাধারণ জনসংখ্যা দ্বারা এসব প্রাণীদের সেবা যত্ন করা হয়ে থাকে। বিস্মৃত এলাকা জুড়ে রয়েছে হাওর আর বন জঙ্গল। যাহা দ্বারা অত্র ইউনিয়নের জনঘনের আয়ের উৎস হিসেবে চিহ্নিত। মূলত্ অত্র ইউনিয়নের বেশির ভাগ লোকই হাওর এর সাথে জড়িত এবং সামান্য পরিবার লোক প্রবাসি।