Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কিকি সেবা পাবেন?

কিকি সেবা পাবেন?

ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) হচ্ছে বর্তমান সরকারের রুপকল্প 2021 বাস্তবায়নের একটি উদ্যোগ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর মাধ্যমে সরকার তৃনমূল পর্যায়ে তথ্য সেবা নিশ্চিত করতে ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। ইউডিসির পূর্ব নাম ছিল  ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার (ইউআইএসসি)। তৃণমূলের তথ্য জানালা হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ইউডিসি এর মাধ্যমে ব্রডব্যান্ড কানেকশন BTCL  এর মাধ্যমে ওয়াইফাই কানেকশ প্রদান করে এই সরকার যোগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধান মন্ত্রী ও উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় মহোদয় এই বাংলাদেশকে গড়ে তুলবেন একটি ডিজিটাল উন্নত বাংলাদেশ বিশ্বের কাছে বাংলাদেশ হবে দৃষ্টান্ত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন ডিজিটাল সেবা পায় সে লক্ষে্ই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সেবা সমূহ হচ্ছে অনলাইনে যে কোন আবেদন করা যাবে, ইমেইল, ভিডিও কল, অনলাইনে সাস্ব্য সেবা, অনলাইন রেজিঃ, অনলাইনে  এজেন্ট ব্যাংকিং সেবা, এক স্বপ সেবা, জন্ম নিবন্ধন অনলাইনে ও মৃত্যু নিবন্ধন, ফটোকপি, লেমিনেটিং, যে েকান মোবাইলে ফ্লেক্সী লোড, মোবাইল কার্ড বিক্রয়,পিল্লী বিদ্যুৎ বিল জমা নেয়া হয়, সতাধিক সেবা ডিজিটাল সেন্টার থেকে প্রদান করা হয়।

আমরা সবাই ডিজিটাল সেবা নিব ডিজিটাল বাংলাদেশ গড়ব এই প্রত্যয় ব্যক্ত করছি।





সেবা গ্রহণের জন্য মোবাইল করুনঃ

01754658484, 01719552341